পঞ্চগড়ে পুলিশের ওপেন ডে হাউজ

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৭:৫৩ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ২০:২৬

জনগণের মতামত ও সমস্যা নিয়ে পঞ্চগড়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার (২১ নভেম্বর)দুপুরে সদর থানা পুলিশের আয়োজনে জগদল বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস,পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ,পঞ্চগড় ট্রাফিক পুলিশ পরিদর্শক চন্দন কুমার রায়,জেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন,উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী,কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন।সভার সঞ্চালনা করেন ৩ নং পঞ্চগড় সদর ইউনিয়নের বিট পুলিশিং অফিসার এসআই মোস্তাফিজুর রহমান।পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেন,পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে।মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।মাদকবিরোধী,নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি,দূষ্কৃতিকারী বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান তিনি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত