সাম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্ট ও হিন্দুদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১৯:০৫ | আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২০:৪০
কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে ধর্ম অববমাননার অজুহাতে সাম্প্রাদায়িক সম্প্রীতি নষ্ট ও হিন্দুদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ব্যানের এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, সাধারন সম্পাদক জুড়ান চন্দ্র মন্ডল, ছাত্র মহাজোটের সাংগঠনিক সম্পাদক অন্তর ঘরামী, যুগ্ন সাধারন সম্পাদক নয়ন পাল নিলয় প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা ধর্ম নিরপেক্ষতা অসপ্রদায়িকতা ও সাম্প্রাদায়িক সম্প্রীতির ধ্বংসের পায়তারা চালিয়ে যাচ্ছে। সরকারের ভাবমুর্তিকে ক্ষুন্ন করার জন্য এই কাজ করছে। বাংলাদেশের সাধারণ মানুষ দেশে অশান্তি সৃষ্টির এই অপপ্রচেষ্টাকে মেনে নিবে না। বাংলাদেশের হিন্দু-মুসলমান সবাই ভাই-ভাই। সকলে এই দেশের সন্তান। দেশকে ভাল বেসে সবাই মিলে আমরা এই বিশৃক্সখলাকে প্রতিরোধ করব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত