বাড়িতেই ১৪ বছরের সাজা ভোগ করবেন বুশরা

সাব–কারাগার হিসেবে ঘোষিত হয়েছে ইমরান ও বুশরার বাসভবন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৬ |  আপডেট  : ১৭ মে ২০২৪, ০২:৩৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বাড়িতেই ১৪ বছরের সাজা ভোগ করবেন। ইমরান ও বুশরার বাসভবনটি সাব–কারাগার হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান সরকার।

গতকাল বুধবার তোশাখানা দুর্নীতির এক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গত মঙ্গলবার ইমরান খানকে তারবার্তা ফাঁসের মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল পাকিস্তান সরকার বলেছে, বুশরা বিবিকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদ উপকণ্ঠে তাঁর বাড়িতে স্থানান্তর করা হয়েছে। আদালতের আদেশের বরাত দিয়ে এএফপি বলেছে, গতকাল ৩১ জানুয়ারি থেকে বুশরা বিবির বাসভবনকে সাব–কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।

ইমরান খানের বাংলোর চারপাশে উঁচু দেয়াল রয়েছে। বড় চত্বরজুড়ে তাঁর বাংলোটি অবস্থিত।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই ইমরান খান ও বুশরা বিবিকে কারাদণ্ড দেওয়া হলো।

২০১৮ সালে বুশরা বিবির সঙ্গে ইমরান খানের বিয়ে হয়। ইমরানের প্রথম স্ত্রী ছিলেন জেমিমা গোল্ডস্মিথ। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর ইমরান রেহাম নায়েরকে বিয়ে করেন। এক বছরের মধ্যে রেহামের সঙ্গে ইমরানের বিচ্ছেদ হয়।

ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি খুব কম জনসম্মুখে আসেন। তিনি হিজাব পরিধান করেন ও মুখ ঢেকে রাখেন।

তোশাখানা দুর্নীতির যে মামলায় আজ রায় হলো, তার বিচারকাজ হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে। এ কারাগারেই বন্দী ইমরান।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত