সান্তাহার শহীদ আহসানুল হক কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্লাস উদ্বোধন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৩, ১৮:৩৭ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:২৪

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনামতে সারা দেশের ন্যায় আদমদীঘির সান্তাহার বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান ও ক্লাস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার (৮ অক্টোবর) বেলা ১১টায় কলেজ মিলানায়তনে এক আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কলেজের অধ্যক্ষ একেএম আসাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী অধ্যাপক রবিঊল ইসলামে রবীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ বাবুল হোসেন, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মাসুদ রানা, সহকারী অধ্যাপক দিলীপ কুমার গুপ্ত, ক্রীড়া শিক্ষক দেওয়ান আল আমিন, সহকারী গ্রন্থাগারিক উত্তম কুমার,শিক্ষার্থী মৃনাল কান্ত্রি সরকার, সজীব কুমার প্রমুখ। 

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের পুরাতন শিক্ষার্থীবৃন্দ। নবীনদের বরণ শেষে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত