সাতই মার্চের অমর বাণী- আনিস আহামেদ

  আনিস আহমেদ

প্রকাশ: ৭ মার্চ ২০২৩, ১৬:৫৩ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৪, ০১:৫৫

সাতই মার্চের অমর বাণী
আনিস আহামেদ

আল্লাহ ভগবান ঈশ্বর দেখিনি আমি
দেখিনি ডানাওয়ালা জিবরাইল অথবা নারদ
কোরআন, তাওরাত, ইঞ্জিল, যাবুর, গীতা
ত্রিপিটক, রামায়ণ, বেদ, মনুসংহিতা।

সকল গ্রন্থের হরফ আর দেখেছি জ্ঞানের আলো
মুহম্মদ, ঈসা, মুসা, দাউদ, গৌতম, কৃষ্ণ, রাম
পয়গম্বর, বোদ্ধা, অবতার নামে যুগে যুগে তাদের বাস
সবাই গড়েছে সমাজ, সভ্যতা তারাই ইতিহাস।

সক্রেটিস, এ্যারিস্টটল, প্লেটো, আলেকজান্ডার
রুশো, মার্কস, এঙ্গেলস, লেনিন, মাও সে তুং
এরা বলেনি ঈশ্বর বাণী অথবা অবতার
এরা বলেছে মানুষ শ্রেষ্ঠ, মানব অধিকার।

ভারত ভূমির ঈশ্বর চন্দ্র, বিবেকানন্দ, রামমোহন
রবীন্দ্রনাথ, গান্ধীজী, নেতাজী, আবুল কালাম
ভেঙেছে যত কুসংস্কার, আচার অনুষ্ঠান
দেখিয়েছে নতুন দিগন্ত, মানব মুক্তির পথ।

বঙ্গ ও বাঙালি অবহেলিত নিম্নবর্ণের বাস
দ্রাবিড়, চণ্ডাল, ভূমিদাস, জলদাস
শক্তির কাছে পরাভূত তারা শক্তির পূজারি
ভিন দেশীদের শাসন শোষণ, নত হয়ে প্রাণামি।

ভূমিপুত্র একমাত্র প্রতিবাদী শেখ মুজিব
মাথা উঁচু করে বেঁচে থাকার আনলেন নতুন মিথ
তেইশ বছরের সংগ্রাম শেষে নতুন ভোরে এলেন
সাতই মার্চের অমর বাণী তিনিই শুধালেন।

“এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম”
তার বাণীতেই সৃষ্টি হলো নতুন এক জাতি
তার বাণীতেই সৃষ্টি হলো আমার বাংলাদেশ।

ধানমন্ডি, ১৩ নভেম্বর ২০১৭

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত