সাইনবোর্ড ছিড়ে জমির মালিককে হত্যার হুমকির অভিযোগ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৯ মার্চ ২০২৪, ১৯:২৯ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯

বগুড়ার আদমদীঘিতে রেজাউল ইসলাম বাচ্চু নামের এক ব্যবসায়ীর জমির সাইনবোর্ড ছিড়ে ফেলে তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকালে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ের পশ্চিম সিংড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গতকাল শনিবার বিকালে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

ব্যবসায়ী রেজাউল ইসলাম বাচ্চুর অভিযোগ করে বলেন, গত ২৪ ফেব্রæয়ারী উপজেলার পশ্চিম সিংড়া মৌজায় দুই দাগে (হাল দাগ নং ১৯৩ ও ১৯৫) দশ শতাংশ জমি ক্রয় করেন ওই গ্রামের মৃত ইসমাইল হোসেন খানের ছেলে আব্দুর রউফ ও জিয়াউল হকের কাছ থেকে। ক্রয় সূত্রে তিনি জমির মালিক হওয়ার পর ওই জমিতে মাটি ভরাট করে একটি সাইনবোর্ড দেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার মিজানুর রহমান দুলাল নামের এক ব্যক্তি সাইনবোর্ডটি ছিড়ে ফেলেন। খবর পেয়ে তিনি ওই জমিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান দুলাল বলেন, আমার বড় ভাই আব্দুর রউফকে চুপ করে নিয়ে গিয়ে রেজাউল ভগিজগি একটি বিনিময় দলিল করে নেন। সাইনবোর্ড ছিড়ে ফেলার বিষয়টি স্বীকার করলেও হত্যার হুমকির কথা অস্বীকার করেন। 

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত