নুরের সঙ্গে বিরোধ
সরিয়ে দেওয়া হলো রেজা কিবরিয়াকে
প্রকাশ: ২০ জুন ২০২৩, ১১:১৭ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৬:০৮
অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে সরিয়ে দলের এক নং যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে গণঅধিকার পরিষদ।
সোমবার (১৯ জুন) রাতে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিন রাতেই দলের যুগ্ম আহ্বায়ক শাকিল উজ্জামানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই সিদ্ধান্ত গ্রহণের আগেই বৈঠক চলাকালে সোমবার রাত সোয়া নয়টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে নুরুল হক নুর আনুষ্ঠানিকভাবে রেজা কিবরিয়ার সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি সামনে আনেন। এর আগে রবিবার রাতে বৈঠকের পর রেজা কিবরিয়া গণমাধ্যমে নুরের বিরুদ্ধে বক্তব্য দেন।
প্রসঙ্গত, গত এক বছরের বেশি সময় ধরে নুরুল হক নুরের সঙ্গে রেজা কিবরিয়ার বিরোধ চলছিল। গণমাধ্যমে কে হবেন দলের মূল ভোকাল-- এরকম আলোচনার মধ্যেই নানাবিধ প্রসঙ্গ তাদের বিরোধ আরও তুঙ্গে নিয়ে যায়।
২০২১ সালের ২৬ অক্টোবর গণঅধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আইএমএফের সাবেক কর্মকর্তা রেজা কিবরিয়া।
তার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ছেড়ে ২০১৮ সালের ডিসেম্বরে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি দলটির সভাপতি ড. কামাল হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর আমার বাংলাদেশ পার্টির কিছু অনুষ্ঠানে যোগ দেন। ২০২১ অর্থবছরের বাজেট নিয়ে দলটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যও পাঠ করেন রেজা কিবরিয়া। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত