সরিষার ভাল ফলন পেয়ে কাউনিয়ার কৃষকদের সুদিন ফেরার সম্ভাবনা

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:৪৬ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৬

মাঠে মাঠে হলুদ চাদরে ছেয়ে গেছে, হলুদ ফুলে মৌমাছির গুন গুন শব্দ আর মধু সংগ্রহের দৃশ্য বাংলার সৌন্দর্যকে তুলে ধরে। চলতি মৌসুমে কাউনিয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে সরিষার চাষ হয়েছে। অল্প সময়ে কম খরচে সরিষার ফলন ও দাম ভাল পাওয়ায় কৃষকের সুদিন ফেরার সম্ভবনা দেখা দিয়েছে। সরিষার চাষ বাড়ায় ভোজ্য তেলের চাহিদা মিটবে বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। সুফলও পাচ্ছেন চাষিরা। ভোজ্য তেলের চাহিদা রয়েছে দেশের সর্বত্র।

দীর্ঘদিন থেকে বিদেশ থেকে তেল আমদানি করে মেটানো হয় দেশের ভোজ্য তেলের চাহিদা। ফলে সকারের অনেক অর্থ চলে যায় বিদেশে। এর প্রভাব পড়ে দেশের বাজারে। সরকার ভোজ্য তেলের চাহিদা ও ঘাটতি মিটাতে উদ্যোগ গ্রহণ করেতে কৃষি সম্প্রসারন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে। তারই ধারাবাহিকতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর কাউনিয়ায় সরিষা চাষ বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪৮৫ হেক্টর চাষ হয়েছে ৫৫০ হেক্টর জমিতে। সরকারী ভাবে কৃষি বিভাগের মাধ্যেমে ১৩০০ কৃষকদের বীজ ও সার প্রণোদনা দেয়া হয়েছে। ফলে কৃষকদের মধ্যে বিভিন্ন জাতের সরিষা চাষে আগ্রহ বাড়ছে। চলতি মৌসুমে আবহাওয়া ভাল থাকায় ভাল ফলন আশা করছেন কৃষক। কাউনিয়ায় কম সারে অল্প সময় কম খরচে সরিষার ফলন হয়। কৃষক এবার ভাল দাম পাওয়ার আশা করছেন। আগামীতে তেলের ঘাটতি মিটাতে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত সরিষা চাষের আশা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শাহানাজ পারভীন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত