বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১৩তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড

সব থেকে বেশি প্রিয়  টেলিকম ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন গ্রামীণফোনের

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২২, ১৮:২৮ |  আপডেট  : ৯ নভেম্বর ২০২৪, ১৮:৩০

টেক সার্ভিস লিডার  ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ও নিয়েলসেন আইকিউ -এর পার্টনারশিপে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোবাইল ফোন সার্ভিস প্রোভাইডার  ক্যাটাগরিতে  দ্য মোস্ট লাভড ব্র্যান্ড অব ২০২১ এর পুরস্কার পেয়েছে । রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি গ্রাহকদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ডের তালিকায় পঞ্চম হওয়ার স্বীকৃতিও অর্জন করে।      

এ নিয়ে গ্রামীণফোন ব্র্যান্ড ফোরামের এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ১৩ বারের মতো  গ্রাহকদের পছন্দের টেলিকম ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে। গ্রাহক ও ক্রেতাদের ধারাবাহিকভাবে সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ ব্র্যান্ডগুলোর জন্য এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে বিবিএফ। চলতি বছর ব্র্যান্ড ফোরামের এটি ১৩তম আসর, যেখানে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর বিভিন্ন উদ্যোগ প্রদর্শন ও সাফল্য উদযাপনে তাদের স্বীকৃতি প্রদান করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ অনুষ্ঠানে ৩৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়; একইসঙ্গে দেশের ১৫টি ব্র্যান্ডকে টপ ব্র্যান্ডের স্বীকৃতি দেয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সর্বমোট ১০২টি ব্র্যান্ডকে স্বীকৃতি প্রদান করা হয়।  
                              
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, “গ্রাহককে ঘিরেই গ্রামীণফোন হয়ে উঠেছে আজকের ব্রান্ড, এই স্বীকৃতি গ্রাহকদের ভালোবাসার প্রতিফলন। গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানে এবং তাদের চাহিদা পূরণে আমরা নিরলসভাবে উদ্ভাবন করে যাচ্ছি ও নতুন সব ডিজিটাল সেবা নিয়ে আসছি। আধুনিক যোগাযোগ প্রযুক্তি আর্থ-সামাজিক উন্নয়ন আর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সম্ভব করে তোলার যাত্রাই আমাদের ওপর আস্থা রাখার জন্য সকল ক্রেতা, পার্টনার, কর্মী ও অংশীজনদের আন্তরিক ধন্যবাদ।”

নিয়েলসন আইকিউ এর সাথে পার্টনারশিপে এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আড়ম্বরপূর্ণ এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।  ২০০৮ সালে নিয়েলসনের সাথে মিলে বাংলাদেশে এ অ্যাওয়ার্ড চালু করা হয়। একটি বৈশ্বিক মডেলের (উইনিং ব্র্যান্ডসTM) ভিত্তিতে দেশজুড়ে ৮ হাজার গ্রাহকের মতামত গ্রহণ করে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত