সন্তানকে পাঠাগারমুখী করে গড়ে তুলতে অভিভাবকের ভূমিকা নিয়ে ভিন্নধর্মী আয়োজন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১১:১৭ |  আপডেট  : ৩ মে ২০২৪, ০০:২৪

দনিয়া পাঠাগারের ৩৪ বছর পূর্তি উপলক্ষে পাঠকের মায়েদের নিয়ে ‘মেধাবিকাশে পাঠাগারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা দনিয়া পাঠাগার ভবনে অনুষ্ঠিত হয়েছে। 
প্রাণবন্ত এই আয়োজনে খোলামেলাভাবে পাঠকদের  মা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন। ঝর্না রহমানের লেখা ও সুর করা 'হে আমার কোমলমতি সন্তানেরা তোমরা শোন' গানটি পরিবেশন করেন তাহমিনা খন্দকার মুক্তি। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ঝর্ণা রহমান। অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী রেজিনা ওয়ালী লীনা এবং লেখক ও গবেষক জিল্লুর রহমান।
পাঠাগারের পাঠকদের অভিভাবক আলফফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ও কামাল স্মৃতি পাঠাগারের ভারপ্রাপ্ত সভাপতি আকলিমা আক্তার এবং দনিয়া পাঠাগারের পাঠকদের মা চায়না, সেলিনা, শিরিন আক্তার এবং দনিয়া পাঠাগারের  সভাপতি মন্ডলী সদস্য আবু আজাদ ও সভাপতি শাহনেওয়াজও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত