সকালের ছড়া

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ৯ নভেম্বর ২০২২, ১১:২৪ |  আপডেট  : ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৫৪

সুনীল শর্মাচার্য
-------------------


বারে!
উড়ছে ফুলে প্রজাপতি
রঙের ছটা আতিপাতি
দেখছি নজর
কাড়ে।

চুড়ো
মেঘে মেঘে গাঁথা
কালো রঙে মাখা
দেখতে লাগছে
বুড়ো!

এ-কী!
ভাবনা ওড়াই
চোখটা ঘোরাই
এ-দিক ও-দিক
মেকি!

ঘোরে!
মাথা ফন ফন
মাছি ভনভন 
ওড়ে।

এদিক ওদিক চাই
পথের বাঁকে মোড়,
আসতে আরো খানিক বাকি
ঘুম তাড়ানো ভোর।

আঁকছি ছবি আঁখিপাতে
গাছের নীচে ঐ ফুটপাতে
স্বপ্ন দিলাম ছুঁয়ে,
সামনে খোলা দিক-দিগন্ত
ছড়িয়ে দিই জাগার মন্ত্র
গাছপালা আর ভুঁইয়ে!

ওঠ,
ভাবনা ছুঁয়ে ছুঁয়ে
যন্ত্রণা সব খুঁয়ে
ছোট।

তোর কপালে আলোর ফোঁটা
দিলাম আরো সূর্য গোটা
ফোট!

ফুটবে ফুল ভোরে
আলো-ছায়ার ঘোরে,
যা উড়ে যা পাখি
করুক ডাকাডাকি
নদীর বুকে ছুটছে দেখ্
বোট!

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত