শ্রীহীন বসুন্ধরা - মাহবুবা হক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১৬:২২ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২২:৪৪
শ্রীহীন বসুন্ধরা
**************
মাহবুবা হক
************-
গরম নাকি চরম হবে
২৩ এর চেয়েও বেশি
পূর্ণিমার চাঁদ এখন আবার
গোলাপি রাঙা শশী।
মরুভূমিতে জল থৈথৈ
শপিংমলে মাছ
আরব আকাশ সবুজ বরণ
মরুতে হবে গাছ।
রুদ্র ঝড়ের বৈশাখ মাসে
চৈত্র মাসের খরা
বৈশাখী দিন বৃষ্টিবিহীন
শ্রীহীন বসুন্ধরা।
বৈচিত্র্যহীন ষড়ঋতুর
বেহাল দশা এখন
এক ঋতুতে আরেক ঋতুর
অহেতুক আগমন।
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত
শীত বসন্ত কই
আম কুড়োবার ধুমলাগা সেই
দিনের অপেক্ষায় রই।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত