শ্রীলঙ্কা সফরে টাইগারদের টিম লিডার সুজন
প্রকাশ: ৭ এপ্রিল ২০২১, ০৯:৫০ | আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৬:১৬
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ভরাডুবির পরই সিদ্ধান্ত হয়েছিল এখন থেকে প্রতিটি সিরিজেই বিসিবির একজন পরিচালক বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন টিম লিডার হিসেবে। নিউজিল্যান্ড সফরে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ ভূমিকায় দায়িত্ব পালন করেছেন। আসন্ন শ্রীলঙ্কা সফরে মুমিনুল হকের দলের সঙ্গে থাকবেন গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। অতীতে ম্যানেজার হিসেবে জাতীয় দলের সঙ্গে কাজ করেছিলেন সুজন।
দেশে, দেশের বাইরে তিন ফরম্যাটে টানা আট হারের তিক্ততা নিয়ে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। দুই টেস্টের সিরিজে সুজনের বিশেষ দায়িত্ব হবে হেড কোচ রাসেল ডমিঙ্গোর পারফরম্যান্স পর্যবেক্ষণ করা।
২০১৯ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে নিয়োগ পাওয়া ডমিঙ্গোর অধীনে বাংলাদেশ দলের অবস্থা সুবিধাজনক নয়। এ প্রোটিয়া কোচ নিয়োগ পাওয়ার পর দেশে, দেশের বাইরে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ৩০ ম্যাচ খেলে ১৩ জয়ের বিপরীতে ১৭টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। তাই আতশি কাচের নিচে পড়ে গেছে তার কাজ। শ্রীলঙ্কা সফরে মুমিনুলরা জয়ের রথে না ফিরলে ডমিঙ্গোর চাকরিও শঙ্কায় পড়ে যাবে। নিউজিল্যান্ডে ব্যর্থ মিশন শেষে ছুটিতে স্বদেশে গেছেন তিনি।
লঙ্কা সফরে টিম লিডারের দায়িত্ব পাওয়া প্রসঙ্গে সুজন সাংবাদিকদের বলেছেন, ‘অনুভূতির তো কিছু নাই, দায়িত্ব আবার একটা। এর আগে জালাল ভাই গিয়েছিলেন, বোর্ড হয়তোবা ঘুরে ফিরে সবাইকে দিচ্ছে। বোর্ডের যেহেতু আস্থার জায়গা আছে আমাদের ওপরে। অবশ্যই উদ্দীপ্ত, আবারো বাংলাদেশ টিমের সাথে যাবো।’
সাম্প্রতিক বিপর্যস্ত পারফরম্যান্স কাটিয়ে উঠতে শ্রীলঙ্কা সফর খুবই গুরুত্বপূর্ণ। বিসিবির এ পরিচালক বলেছেন, ‘খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ সামনে। আর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। যদিও আমরা টেস্টে পিছিয়ে আছি।’
ডমিঙ্গোর পারফরম্যান্স নিয়ে সুজন বলেছেন, ‘তাকে ভালো কোচ জেনেই আমরা নিয়েছি। এখন কাছ থেকে দেখলেই আমি আরও ভালো বুঝতে পারবো।’ এদিকে দুই একদিনের মধ্যেই লঙ্কা সফরের জন্য বাংলাদেশের টেস্ট দল ঘোষণা হতে পারে। নির্বাচকরা চূড়ান্ত দল জমা দিয়েছেন বোর্ডে। সভাপতির অনুমোদনের পরই ঘোষণা হবে টেস্ট দল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত