শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

  নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৫ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০১:৫৮

ছবিঃ প্রতিযোগিতায় প্রথম স্থান প্রাপ্ত যুগল দু’জনকে পুরস্কারের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করছেন সমিতির প্রধান উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন।

গত শক্রবার (৯ সেপ্টেম্বর) শ্রীনগর পাইলট হাই স্কুল মিলনায়তনে শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতি আয়োজিত প্রাথমিক ও মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য করোনা প্রতিরোধের উপায় শীর্ষক রচনা প্রতিযোগীতা ও উপজেলার নৈসর্গিক দৃশ্যের উপর ধারণকৃত ছবি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ মোশারফ হোসেন। সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর পরিচালক মোঃ জয়নাল আবেদীন এবং উপদেষ্টা প্রফেসর ডা.মাজহারুল হক পুরস্কার বিতরণ করেন।

কল্যাণ সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিএমএ লতিফ ,কোষাধক্ষ্য নান্নু বেপারী সভায় বক্তব্য রাখেন। যুগ্ন সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন সুজনের সঞ্চালনায় পুরস্কার প্রাপ্ত ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত