শ্রীনগরে ৭ জুয়াড়ি গ্রেফতার
প্রকাশ: ২৫ জুন ২০২১, ০৮:৩৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:১৯
শ্রীনগরে র্যাবের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার হয়েছে। গত ২৩ জুন বুধবার বিকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকা থেকে মান্দ্রার গ্রামের সবুজ আলম ওরফে চাঁন মিয়া (৩২), কাজল কাজী (৫১), জুশুরগাঁও গ্রামের শাকিল শেখ (৩২), মথুরা পাড়ার মিঠু শেখ (৩৫), রাজন (৩৫), বেজগাঁয়ের আলামিন শেখ (৩৫), রাঢ়িখাল এলাকার সাখাওয়াত হোসেন (৪২) নামে ওই ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা ও খেলার তাস উদ্ধার করা হয়েছে।
র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১১, সিপিসি-১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলল ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. আবু ছালেহ’র নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভাগ্যকুল এলাকার মান্দ্রা গ্রামের নয়ন সরদারের একচালা টিনের ছাপরা থেকে একই উপজেলার ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় জুয়া আইনে মামলার প্রস্তুতি চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত