শ্রীনগরে ২৫ হাজার ৭১ পিছ ইয়াবা পাচারকালে সাপুড়ে আটক

  নজরুল  ইসলাম , প্রতিনিধি শ্রীনগর মুন্সীগঞ্জ

প্রকাশ: ২ আগস্ট ২০২২, ২১:৩২ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৯

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাপুড়ে পেশার আড়ালে অভিনব কায়দায় সাপের বক্সের ভিতরে ২৫ হাজার ৭১ পিস  ইয়াবা পাচার কালে সাপুড়ে আসলাম নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।  

র‌্যাব-১০ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জানতে পারে একজন সাপুড়ে তার সাপুড়ে পেশার আড়ালে  ইয়াবা  পাচার করছে। সেই সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করার সময় ঐ সাপুড়েকে দেখে তল্লাশী করে তার কাছে থাকা সাপের বক্সের  ভিতর হতে ২৫,০৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যাক্তি সাপুড়ে পেশার আড়ালে সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত