শ্রীনগরে হাঁসাড়া খাল দখল করে ঘর নির্মাণ

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১১:২০ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩

শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় খাল দখল করে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। হাঁসাড়া বেইলী ব্রিজ সংলগ্ন দোকান ঘরটি তোলা হচ্ছে। ওই এলাকার মরহুম জাবেদ আলীর শ্যালক মো. আরশাদের সহযোগীতায় খাল দখল করে ঘরটি নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের হাঁসাড়া ইউনিয়ন পরিষদের সামান্য পূর্বদিকে বেইলী ব্রিজের দক্ষিণ পাশে গুরুত্বপূর্ণ খালটির প্রায় ৩০-৩৫ ফুট গভীর উঁচু করে বড় আকারের একটি ঘর নির্মাণ কাজ চলছে। নির্মাণাধীন ঘরটির সামন দিকে খালের কিছু জায়গা মাটি ভরাট করা হয়েছে। লক্ষ্য করা যায়, ৪/৫ জন শ্রমিক ঘর নির্মাণের কাজ করছেন। তারা জানান, পার্শ্ববর্তী করাত কলের মালিক মো. আইয়ুব আলীর কাছ থেকে কাজের চুক্তি নিয়েছেন। এ বিষয়ে কাঠ ব্যবসায়ী মো. আইয়ুব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, "জায়গার মালিক আমি না, আমি ভাড়াটিয়া।' খালের জায়গা ব্যাক্তি মালিক হয় কিভাবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "প্রকৃত মালিক জাবেদ আলী মারা গেছেন। তার ওয়ারিশগণ দেশের বাহিরে থাকেন। তার শ্যালক আরশাদ এসব জায়গা জমির দেখভাল করেন, আপনারা তার সাথে কথা বলেন।" 

এ ব্যাপারে আরশাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, "নির্মাণাধীন ঘরটির পাশেই আমাদের লিজকৃত জায়গায় দোকান ঘর ছিল। সেতু নির্মাণের জন্য ঘরটি ভেঙ্গে অন্যত্র তোলার জন্য ঠিকাদার আমাদেরকে টাকা দিয়েছেন, তাই ওই জায়গায় ঘর নির্মাণ করছি। লিজের গ্রহীতার নামে ওই জায়গার হালনাগাদ কাগজপত্র আছে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি সব থাকার দাবী করলেও কোন বৈধ কাগজ দেখাতে পারেননি। এ সময় তিনি ইউপি সদস্য রনির বরাত দিয়ে বলেন, মেম্বার সব জানেন। হাঁসাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. রনির কাছে জানতে চাইলে তিনি বলেন, সেতু নির্মাণের স্বার্থে ঠিকাদার দোকান ঘর সরানোর জন্য তাদেরকে কিছু টাকা দিয়েছেন। তবে খালের ওই জায়গা তাদের লিজকৃত কিনা আমি সঠিক জানি না। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত