শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যুর ঘটনায় চালকের বিচারের দাবিতে মানববন্ধন

  নজরুল ইসলাম প্রতিনিধি শ্রীনগর (মুন্সীগঞ্জ)

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১৪:১৯ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০১:৪৬

“আর নয় সড়কে মৃত্যু, শান্তি ও নিরাপদ হোক পথিকের পথচলা” শ্লোগানকে সামনে রেখে, শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (হিসাব বিজ্ঞান বিভাগ) মো. আব্বাস আলী পাটোয়ারীর নিহত হওয়ার ঘটনায় ঘাতক চালকের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার সকালের দিকে বাড়ৈখালী ইউনিয়নের খাহ্রা এলাকার আদর্শ ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আর্কষন করে বলেন, ঘাতক গাড়ির চালককে দ্রæত আইনের আওতায় আনতে হবে। মহাসড়কে বেপরোয়া ড্রামট্রাকের অবাদ চলাচল বন্ধ করতে হবে। 

উক্ত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক, ছাত্র- ছাত্রীসহ অত্র এলাকার প্রায় ৫ শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সোমবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানা সংলগ্ন সড়কে বালুবাহী ট্রাকের চাপায় খাহ্রা এলাকায় অবস্থিত আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক মো. আব্বাস আলী পাটোয়ারী (৫০) নিহত হন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত