শ্রীনগরে স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত 

  শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩২ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৮:৫৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৃনমুল পর্যায়ে ডায়াবেটিস ও হাইপারটেনশন সনাক্তকরনে স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ,  উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী (জাইকা) প্রতিনিধি খুরশিদা বেগমসহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকেরা। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত