শ্রীনগরে লকডাউন আরো কঠোর করতে মাঠে থাকবে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট
প্রকাশ: ২ জুলাই ২০২১, ১১:৩৬ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩
সরকার ঘোষিত চলমান লকডাউন আরো কঠোর করার জন্য শ্রীনগর উপজেলা প্রশাসন ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। সরকারী নির্দেশ বাস্তবায়নে ২ জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আরো ১জন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন বলে নিশ্চিত করেছেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। তিনি আরো জানান, পুলিশের পাশাপশি মাঠে থাকবে সেনাবাহিনী, র্যাব ও আনসার ব্যাটেলিয়ন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ লকডাউনকে আরো কড়াকড়ি করার জন্য ১৪টি ইউনিয়নের ১৫টি গুরত্বপূর্ণ স্থান চিহ্নিত করে সেখানে টহল বাড়ানোর নির্দেশনা প্রদান করেছেন। এর মধ্যে রয়েছে বাড়ৈখালীর শিবরামপুর ব্রিজ, আলমপুর বাজার, হাঁসাড়া বাজার,বাসস্ট্যান্ড ও স্কুল গেইট, সিংপাড়া বাজার-ছনবাড়ি-কামারখোলা-বেজগাও-ফেরিঘাট-বাইপাস-চকবাজার-ধাইসার মোড়, ছাতিয়ানতলী প্রাথমিক বিদ্যালয়-বেলতলী ব্রিজ-কেসি রোড-বেলতলী ব্রিজ-কুকুটিয়া বাজার, বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ ব্রিজ, চকবাজার মোড়-বাইপাস-কয়কীর্ত্তন-তিন দোকান বাজার-বালাসুর-আলামিন বাজার, ঢাকা-মাওয়া এ·প্রেসওয়ের সার্ভিস লেন ,কুকুটিয়া ইউনিয়ন ও কুকুটিয়া বাজার, পাটাভোগ ও কামারখোলা ফেরিঘাট, বীরতারা-চান্দারটেক, ষোলঘর বাজার, বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ স্থান সমূহ। নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ইতিমধ্যে ১৪টি ইউনিয়নে ১৪ জন ট্যাগ অফিসার নিয়োগ করেছে। তাদের দেওয়া বিভিন্ন অনিয়মের তথ্যের ভিত্তিতে লকডাউনে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সহযোগীতায় ম্যাজিস্ট্রেট বৃন্দ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
শ্রীনগরে লকডাইনের প্রথম দিনে ১০টি মামলায় ৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত