শ্রীনগরে ভ্রাম্যমান আদালতের ৪৩টি মামলায় ২১৪০০ টাকা জরিমানা

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি:

প্রকাশ: ৯ জুলাই ২০২১, ০৯:৫৫ |  আপডেট  : ৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬

শ্রীনগরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের অষ্টম দিনে ৩টি ভ্রাম্যমান আদালত ৪৩টি মামলা দায়ের করেছে। মামলাগুলো থেকে জরিমানা আদায় হয়েছে ২১ হাজার ৪শ টাকা। 

বৃহস্পতিবার দিনভর ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেয়া দেবনাথ। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে সেনাবাহিনী, র‌্যাব,পুলিশ,আনসার ও উপজেলার স্কাউটের টিম দায়িত্ব পালন করেছে। 

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জানান, চলমান লকডাউনে বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলার ১৪টি ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া পুলিশ ঢাকা-মাওয়া এ·প্রেসওয়েতে চেকপোস্ট বসিয়ে নির্দেশনা বাস্তবায় করবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত