শ্রীনগরে ভোট কারচুপির অভিযোগ! পূনরায় নির্বাচন দেওয়ার আবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ২২:১৮ | আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৯:০০
মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার কোলাপাড়া ইউনিয়নে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। পূনারায় নির্বাচন চেয়ে আবেদন করেন ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান জনেট।
রবিবার ঢাকা আগারগাঁ প্রধান নির্বাচন কমিশনের কাছে এই লিখিত আবেদন করেন।
আবেদনে সুত্রে জানাযায়, কোলাপাড়া ইউনিয়ন পরিষদের ভোট গণনায় কারচুপি হয়েছে এবং অধিকাংশ কেন্দ্রে তর এজেন্টদের প্রাপ্তি ভোটের কোন লিখিতভাবে হিসাব দেওয়া হয় নাই। আর ৫ নং ওয়ার্ডের মোট ৩৫ টি বাতিল ভোট গণনা করা হয়। পরবর্তীতে জোরপূর্বক তার ১৪২ টি ভোট নষ্ট করা হয়। তিনি ৯ নং ওয়ার্ডে ২০৭ ভোট এগিয়ে থাকেন কিন্তু তার এজেন্টদের লাঞ্ছিত করে প্রাণ নাশের হুমকি দিয়ে জোরপূর্বক তাকে ১৩৮ টি ভোটে পরাজিত দেখানো হয়।
মোস্তাফিজুর রহমান জনেট বলেন, দুইটি কেন্দ্রে ভোট কারচুপির করে আমাকে পরাজিত দেখানো হয়েছে। আমি ভোট কারচুপির ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে অবগত করতে গেলে সে দুইদিন আমার সঙ্গে দেখাই করেনি। আমার সাথে শুধু গড়িমসি করতেছিল পরবর্তীতে আমি আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনের কাছ আবেদন করেছি।
এই বিষয় উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম কে ফোন দেওয়া হলেও সে ফোন রিসিভ করেনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত