শ্রীনগরে ফেন্সিডিলও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  মো: নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ২১:০৭ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২০:৪১

 শ্রীনগরে ৪৪ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ মো. ওয়াসিম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে শ্রীনগর সদর ইউনিয়নের দেউলভোগ বাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ওয়াসিম শ্রীনগর ইউনিয়নের ধাইসার গ্রামের মৃত ঈসমাইল হাওলাদারের ছেলে। 

থানা সূত্রে জানা যায়, শ্রীনগর থানার এসআই মাসুদের নেতৃত্বে এএসআই মাজাহার ও এএসআই মাহমুদুল মাদকসহ ওয়াসিমকে গ্রেফতার করেন। এ সময় মাদক বহনকারী হলুদ রংয়ের একটি ট্রাক (ঢাকা মেট্রো ন- ১৬ ৩২৯৫) জব্দ করা হয়। 

শ্রীনগর থানার এসআই মো. মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেউলভোগ মোড়ে অভিযান চালিয়ে ট্রাকে তল্লাসি চালিয়ে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। ওয়াসিম হাওলাদার কুমিল্লা থেকে ট্রাকে করে মাদকের চালান এলাকায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত