শ্রীনগরে প্রয়াত আওয়ামীলীগ নেতার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

  নজরুল ইসলাম

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৪, ১২:২২ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৭

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ নূরমোহাম্মদ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২ এপ্রিল (মঙ্গলবার) ২২ তম রমজানে মরহুমের নিজস্ব বাসভবন বেজগাওয়ের শেখ বাড়িতে পারিবারিকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন , মুন্সীগঞ্জ ২ আসনের এম পি সাগুফতা ইয়াসমিন (এমিলি), মুন্সীগঞ্জ ১ আসনের সাংসদ মহিউদ্দিন আহাম্মেদ , শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু , শ্রীনগর থানার ওসি (তদন্ত) ওয়াহিদ পারভেজ, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত , উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ষোলঘড় ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন , মনির হোসেন মিটুল, নাজির হোসেন । শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম , এছাড়াও  আওয়ামী লীগ , যুবলীগ , ছাত্রলীগের নেতা কর্মী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এদের  উপস্থিতিতে  ইফতার পূর্ব সময়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয় । 


সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত