শ্রীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু  

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১০:১৬ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৫:০৯

 মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে   রজামনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, মায়ের সাথে শিশুটি একই গ্রামের বিবন্দী তার নানা বাড়িতে বেড়াতে আসে। সকালে বাড়ির উঠানে রজামনি একা খেলাধুলা করছিল। সে সকলের অগচরে বাড়ির পাশে একটি পুকুর পানিতে ডুবে যায়। শিশুটির বড় চাচা মো: ফারুক হাওলাদার জানান পানিতে ডুবে রজামনির মৃত্যু হয়েছে। রজামনি বিবন্দী গ্রামের মো: রবিন হাওলাদারের কন্যা। শিশুটির মৃত্যুতে পরিবারের বইছে শোকের মাতম।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত