শ্রীনগরে নানা আয়োজনে প্রশাসন ও রাজনৈতিক দলের বর্ষবরণ অনুষ্ঠান 

  নজরুল ইসলাম প্রতিনিধি শ্রীনগর(মুন্সিগঞ্জ)

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৯:২৯ |  আপডেট  : ১৬ এপ্রিল ২০২৫, ১৭:৫৭

মুন্সিগঞ্জের শ্রীনগরে নানা আয়োজনে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে উৎসবের আমেজে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে তুলে ধরা হয় বাঙালী সংস্কৃতির ইতিহাস ঐতিহ্য। 

সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন এর নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয় । সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল থেকে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়।

অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে। পর্যায়ক্রমে নৃত্য ও সংগীত পরিবেশন করে উপজেলা শিল্প কলা ও শিশু একাডেমির শিল্পীসহ বিভিন্ন সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী। এ সময় উপস্থিত ছিলেন ইউ এন ও  মহিন উদ্দিন, সহকারী কমিশনার ভূমি জুবায়ের আহাম্মেদ ,শ্রীনগর সার্কেলের এ এস পি  আনিসুর রহমান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহাম্মেদ, ও সি তদন্ত আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মোঃ ইউনুস, পি আই ও তাজুল ইসলাম, ফায়ার সার্ভিসের ইনচার্জ আজাদ রহমান, মুন্সিগঞ্জ সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক আওলাদ হোসেন, কল্যান সমিতির সহ সভাপতি আবু নাসের খান  লিমন, সাংবাদিক নিতুল হোসেন, কল্যান সমিতির  সহ সাংগঠনিক শহিদুল সালমান রুপক, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন  সহ শিক্ষক , রাজনীতিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেনীপেশার লোকজন।

অনুষ্ঠানের পাশাপাশি ইউ এন ওর বাসভবনে পান্তা ভোজের আয়োজন করা হয়। পক্ষান্তরে বি এন পির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপুর দামলা বাসভবনে সকাল ৮ থেকে শুরু হয় রাজনৈতিক মিলন মেলা । এখানেও পান্তাভোজ এবং বাউল গানের আয়োজন করা হয়।

সাংবাদিকদের ব্রিফ করছেন বি এন পির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী সোহেল 

এসময় বি এন পির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী সোহেল সাংবাদিকদের বলেন , দীর্ঘ ষোল বছর আন্দোলনে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর  এবার সারাদেশে উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে। দেশে একটি গনতান্ত্রিক হাওয়া বইতে শুরু করেছে। ষোল বছর মানুষ ভোট দিতে পারেনি। কোটি কোটি মানুষ ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সেজন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একান্ত প্রয়োজন। আমরা সরকারের কাছে অনতি বিলম্বে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবী জানাচ্ছি।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত