শ্রীনগরে ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪০ |  আপডেট  : ২৭ মার্চ ২০২৪, ০৮:৪২

শ্রীনগরে ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মো. মোশারফ হোসেন নামে এক শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। রোববার সকালে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট এন্ড কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল করে  বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীরা। 

শিক্ষার্থীরা অভিযোগ করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি ও বিভিন্ন সময় ছাত্রীদের সাথে অশোভন আরচণ করে আসেছে। বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের সংশ্লিষ্টজনদের জানিয়েও কোন প্রতিকার পাননি। বাধ্য হয়েই অভিযুক্ত শিক্ষকের বিচার ও অপসারণের দাবীতে এ কর্মসূচির ডাক দেন তারা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী ঘটনাস্থলে এসে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করে। 

সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। আমি লিখতভাবে অধ্যক্ষকে জানিয়েছি। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. ফরহাদ আজিজ এ ব্যাপারে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত