শ্রীনগরে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন উদ্বোধন

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধিঃ

প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ১৩:০০ |  আপডেট  : ২২ এপ্রিল ২০২৪, ২০:১৩

শ্রীনগরে কোভিট-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পেইনের মমতা ও সেবা বুথ চালু করা হয়েছে। সোমবার সকালে ষোলঘর এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত গৃহে ও আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের কোভিট-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এসময় উপস্থিত ছিলেন ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল ইসলাম। 

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, আজ ও আগামীকালের মধ্যে উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত গৃহ ও আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের কোভিট-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হবে। তারা যেন সহজেই কোভিড-১৯ ভ্যাকসিন নিতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত