মৎস ও শষ্য ভান্ডার খ্যাত ঐতিহ্যবাহী আড়িয়ল বিলের ফসলী জমি রক্ষায়

শ্রীনগরে আইন-শৃঙ্খলা কমিটির  আলোচনা সভায় বিশেষ গুরুত্ব 

  নজরুল ইসলাম, শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৫ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে মৎস ও শষ্য ভান্ডার খ্যাত ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের ফসলী জমি সহ উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার সকাল সারে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন। শ্রীনগর থানার ওসি তদন্ত পিন্টু কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা আবু তোহা মোঃ শাকিল, মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার, আঃ লতিফ মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা শেখ মো: আলমগীর,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান তাজুল ইসলাম, জিএস নাজির হোসেন,মো: আজিজুল ইসলাম,মো: আলী আকবর, মো:রফিকুল ইসলাম বাবু, হামিদুল্লাহ খান মুন,আবু নাছের তানজিল, শ্রীনগর প্রেস ক্লাবের সধারণ সম্পাদক মো: রেজাউল করিম রয়েল সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত