শ্রীনগরে আইন-শৃক্সখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১৯:১৫ |  আপডেট  : ৯ মে ২০২৪, ০৩:৪৬

শ্রীনগর উপজেলা আইন-শৃক্সখলা কমিটির মাসিক সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্ম শাকিল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বখর সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, কৃষি অফিসার শান্তনা রানী, সমাজসেবা অফিসার মাজফুজা পারভীন চৌধুরী, মাধ্যমিক অফিসার সুরাইয়া আশরাফী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস, পল্লী বিদ্যুৎ শ্রীনগর জোনের ডিজিএম মদন গোপাল সাহা, শ্রীনগর থানার ওসি (অপারেশন) পুষ্পেন দেবনাথ, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, ইউপি চেয়ারম্যান আলী আকবর, তাজুল ইসলাম, মুন খান, নাজির হোসেন প্রমুখ। 

অনুষ্ঠিত সভায় মাদক, অবৈধভাবে ড্রেজার দিয়ে বিভিন্ন ফসলী জমি ও জলাশয় ভরাট, নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদে ভুলক্রুটি সমাধানে বিলম্বনা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্টিকার লাগানো জিপগাড়ি নিয়ে হারুন অর রশিদ মোল্লা নামে এক ব্যক্তির রুসদী উচ্চ বিদ্যালয়ে শোডাউনের বিষয়টিও গুরত্বের সাথে আলোচনায় উঠে আসে। 
 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত