শ্রীনগরে অগ্নিকান্ডে কাগজের বক্সে তৈরীর কারখানা পুড়ে ছাই

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৬ |  আপডেট  : ১৯ মে ২০২৪, ১২:২৪

শ্রীনগরে একটি কাগজের বক্স তৈরীর কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় টিন শেড কারখানাসহ পাশের একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের মোড়ল বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডের ঘটনায় “আমিন বক্স এন্ড বোর্ড হাউস” নামক ওই প্রতিষ্ঠান ও চায়ের দোকান পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারখানাটির কর্ণধার আমির হোসেন ও চা দোকানী সেলিম আহম্মেদ এমনটাই দাবী করেছেন। তাদের দাবী বিদ্যুৎতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়রা বলেন, রাত ১ টার দিকে কারখানায় হঠাৎ আগুন লাগার খবর পান তারা। কিছুক্ষণের মধ্যে আগুনের লিলিহান শিখা দাউদাউ করে কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসে। শ্রীনগর ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাতা এখনও জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে তদন্ত চলমান আছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত