শ্রীনগরের সালাম-আলম গ্রুপের শীর্ষ সন্ত্রাসী কাউসার গ্রেপ্তার

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ১১:৫৪ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৪

শ্রীনগর উপজেলার বাঘড়ার সালাম-আলম গ্রুপের শীর্ষ সন্ত্রাসী কাউসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে বাঘড়া তালুকদার বাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ৯ আগস্ট প্রতিপক্ষ রাসেলকে গুলি করার পর থেকে সে পলাতক ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৯ আগস্ট সন্ধ্যায় কাউসার তার লোকজন নিয়ে মধ্য বাঘড়া এলাকার আওলাদ তালুকদারের বাড়িতে গিয়ে রাসেলের পায়ে গুলি করে। স্থানীয়রা রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় শ্রীনগর থানায় মামলা হওয়ার পর থেকে কাউসার পলাতক ছিল।

অপর একটি সূত্র জানায়, ওই এলাকার চিহ্নিত সালাম-আলম গ্রুপের ছত্রছায়ায় থেকে নানা রকম অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাউসারকে গ্রেপ্তার করে। তাকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত