শ্রীনগরের তিন দোকান থেকে সাড়ে ৭ হাজার পিছ ইয়াবা উদ্ধার
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১০:৩৫ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৩
শ্রীনগরের তিন দোকান থেকে সাড়ে ৭ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। সোমবার ভোরে ২জনকে আটক করে তাদের কাছ থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদর ভিত্তিতে র্যাব ১০ এর ভাগ্যকুল ক্যাম্পের একটি টিম তিন দোকান এলাকায় অভিযান চালায়। র্যাবের সদস্যদের দেখে শাজাহার স্টোরের সামনে ২জন একটি ব্যাগ নিয়ে দৌড় দেয়। এসময় র্যাব আবু তাহের [২১], খাইরুল আমিন [২২] নামে ওই ২ জকে ধরে ফেলে এবং তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৫শ ১৫ পিছ ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের বাড়ি ক·বাজারের কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে।
র্যাব জানায়, আটাককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা ক·বাজার থেকে ইয়াবা এনে শ্রীনগর সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। শ্রীনগর থানায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত