শৃঙ্খলাভঙ্গের দায়ে শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি-সম্পাদককে প্রশাসনের শোকজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৪ |  আপডেট  : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৯

শৃঙ্খলাভঙ্গের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

রোববার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দলীয় ব্যানারে কর্মসূচি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদল তাদের দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এজন্য তাদেরকে এ নোটিশ দেয়া হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে তাদেরকে এর জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

গত ৬ নভেম্বর থেকে শাবিপ্রবিতে দলীয় ব্যানারে কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এ নির্দেশ অমান্য করে শাবিপ্রবি শাখা ছাত্রদল গত ৮ এপ্রিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ও ২০ এপ্রিল প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দলীয় ব্যানারে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেছেন এবং দলীয় ব্যানারে কর্মসূচি পালন করে ক্যাম্পাসে রাজনীতি চালু করার চেষ্টায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত