শুধু সিনেমার নয় বাস্তব জীবনের নায়ক তিনি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ১৫:১২ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৬:২১

ফাইল ছবি

বয়স যে শুধু একটা সংখ্যা, তা বারবার প্রমাণ করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এবার ৮০তম জন্মদিনেও তা প্রমাণ করলেন বিগ বি। মাঝরাতে ভক্তদের দেখা দিয়ে বড়সড় চমক দিলেন তিনি। আজ ১১ অক্টোবর ৮০–তে পা দিলেন এই মহানায়ক।

কোভিডের আগে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’-র বাইরের চিত্রটা ছিল অন্য রকম। প্রতি রোববার নিজের বাসার বাইরে এসে তিনি ভক্তদের সঙ্গে দেখা করতেন। জন্মদিনেও ভক্তদের নিরাশ করতেন না অমিতাভ। কিন্তু কোভিডের পর থেকে বিগ বি তা বন্ধ করে দিয়েছিলেন। তাই তিনি ৮০তম জন্মদিনে ভক্তদের মধ্যে আসবেন কি না, তা নিয়ে ছিল তুমুল জল্পনাকল্পনা। কারণ, দুবার কোভিড আক্রান্ত হয়েছেন এই মেগাস্টার। কিছুদিন আগেই কোভিড থেকে সুস্থ হয়েছেন তিনি।

ইদানীং কোনো সংবাদ সম্মেলনে হাজির থাকছেন না অমিতাভ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করছেন তিনি। তাই সব মিলিয়ে তাঁর জনসমক্ষে আসা নিয়ে ছিল প্রবল অনিশ্চয়তা।

দেশ-বিদেশের মানুষ তাঁদের প্রিয় নায়কের জন্মদিন উদ্‌যাপনে ব্যস্ত। দূরদূরান্ত থেকে তাঁর অনুরাগীরা ছুটে এসেছেন মুম্বাইতে। গতকাল সোমবার বিকেল থেকে ‘জলসা’-র বাইরে অগণিত ভক্তের উপস্থিতি ছিল। সবাই বিগ বি-কে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন বলে অপেক্ষায় ছিলেন। কারও হাতে কেক তো কারও হাতে ফুলের তোড়া। অনেকের হাতে আবার ব্যানার। কারও কন্ঠে শোনা যাচ্ছে অমিতাভের কালজয়ী নানান সংলাপ। কেউ কেউ আবার বিগ বি-র ছবির নানান হিট গান গুনগুন করছেন। 

বিগ বি বাসার বাইরে এসে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। তাঁকে স্বচক্ষে দেখে উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। অমিতাভ বচ্চনের পরনে তখন নীল রঙের চেক জ্যাকেট আর মাথায় টুপি ছিল।

অনেকে আবার অনবরত ‘হ্যাপি বার্থডে বিগ বি’ বলে চিৎকার করে উঠছেন। ভক্তদের উল্লাস যেন ‘জলসা’-র প্রাচীর ভেদ করে পৌঁছে গিয়েছিল অন্দরে। তাই তিনি নিজেও আর স্থির থাকতে পারেননি। সবাইকে রীতিমতো চমকে দিয়ে মধ্যরাতে ‘জলসা’-র বাইরে পা রাখেন অমিতাভ।

এ সময় সঙ্গে ছিলেন মেয়ে শ্বেতা। বিগ বি বাসার বাইরে এসে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। তাঁকে স্বচক্ষে দেখে উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। অমিতাভ বচ্চনের পরনে তখন নীল রঙের চেক জ্যাকেট আর মাথায় টুপি ছিল। এই বিশেষ সময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত