শীর্ষে চেলসি, অ্যাতলেটিকোর কাছে পাত্তা পেল না বার্সেলোনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২১, ১০:১৪ |  আপডেট  : ১২ মে ২০২৪, ১৫:৪২

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ দিকের রোমাঞ্চে জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। সমতায় থাকার পর ম্যাচের দ্বিতীয়ার্থে সাউদাম্পটন ১০ জনের দলে পরিণত হলে সেই সুযোগ কাজে লাগায় টমাস টুখেলের শিষ্যরা।

শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।শনিবার ঘরের মাঠ স্টামফোর্ডে সাউদাম্পটনকে আতিথেয়তা জানায় চেলসি। যেখানে ম্যাচের নবম মিনিটেই ট্রেভহ চালোভার গোলে এগিয়ে যায় ব্লুজরা। তবে বিরতির পর ৬১তম মিনিটে জেমস ওয়ার্ড-প্রোওয়েসের পেনাল্টি থেকে পাওয়া গোলে সমতায় ফেরে সফরকারীরা।

কিন্তু খেলার ৭৭তম মিনিটে সেই গোলদাতা জেমস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সাউদাম্পটন। এরই সুযোগ খেলার ৮৪তম মিনিটে টিমো ভার্নার গোল করে চেলসিকে লিড এনে দেন। আর ৮৯তম মিনিটে বেন চিলওয়েল আরও একটি গোল দিয়ে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।

এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো চেলসি। ৭ ম্যাচে ৫ জয়, এক ড্র ও সমান হারে ১৬ পয়েন্ট দলটির। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিভারপুল।

এদিকে মেসি-সুয়ারেস পরবর্তী একেবারেই খারাপ সময়ের মধ্যদিয়ে যাচ্ছে বার্সেলোনা। এবার লা লিগার ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে ধরাশায়ী হলো রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার দিবাগত রাতে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেন টমাস লেমার ও লুইস সুয়ারেস। ম্যাচের ২৪ মিনিটে লেমারকে দিয়ে গোল করান সুয়ারেজ। আর ৪৪ মিনিটে নিজে বল জালে জড়ান এ উরুগুইয়ান কিংবদন্তি।

নিজের সাবেক ক্লাব বার্সাকে হারিয়ে কোচ রোনাল্ড কোম্যানের উপর কয়েকদিন ধরে যে অমানসিক চাপ যাচ্ছে তা আরও বাড়িয়ে দিলেন সুয়ারেজ। শুধু যে চাপ বাড়ালেন তা নয়, এ মৌসুমের আগের মৌসুমে কোম্যান তাকে যে ভাবে ছুঁড়ে ফেলে দিয়ে মূলত নিজ পায়ে কুড়াল মেরেছেন সেটিও বুঝিয়ে দিলেন।

তাছাড়া ঝোপ বুঝতে পরে কোম্যানের ওপর কোপও মেরেছেন তিনি। মানে তাকে কোম্যান যেভাবে অপদস্ত করেছিল সেটির জবাব দিয়েছেন সুয়ারেস গোল উদযাপন করে। বার্সার বিপক্ষে গোল করার পর নিজের গোলটি তিনি উদযাপন করেন, কাউকে ফোন করছেন এমন ভঙ্গিতে। এর মাধ্যমে সুয়ারেস মূলত কোম্যানকে মনে করিয়ে দিয়েছেন কীভাবে একটি ফোন কলেই তার বার্সা ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছিলেন কোম্যান।

এ ছাড়া সুয়ারেস ম্যাচ শেষে বলেছেন বার্সাকে হারিয়েও তিনি উদযাপন করেননি। কারণ বার্সার প্রতি তার আলাদা ভালোবাসা আছে। এই কথার মাধ্যমে মূলত কোম্যানের উপর সমর্থকদের তাতিয়ে দিলেন সুয়ারেস। কারণ এখন স্বাভাবিকভাবেই বার্সা সমর্থকরা বলবে, সুয়ারেস থাকলে দলের অবস্থা অন্তত এত খারাপ হত না।

সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যাতলেটিকোর বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য রইলো বার্সেলোনা, এর তিনটিতেই পরাজয়। এর মধ্যে লা লিগায় চার ম্যাচে দুটি করে হার ও ড্র। আর ২০২১ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-২ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত