শীত ঋতু

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:১৮ |  আপডেট  : ২৪ এপ্রিল ২০২৪, ১২:২২

মোঃ তাইফুর রহমান
----------------------------

 

কুয়াশাকে সঙ্গে নিয়ে
শীত ঋতুটা আসে
প্রকৃতি খুব লাগে দারুন
সবাই ভালোবাসে।

শীতের কি আর হয় তুলনা?
পৌষ- মাঘে তার দেখা
উৎসবে খুব মেতে উঠে
বাড়ির খুকু-খোকা।

বাড়ি বাড়ি পিঠা উৎসব
ধুমধামে খুব চলে
চায়ের আড্ডায় সবাই দেখি
মজার গল্প বলে।

তীব্র শীতে রোদের দেখায়
খুশি মনে জাগে 
কাজ-কর্ম তাই ফেলে সবে
রৌদ্র পোহায় আগে।

শীত পরিবেশ লাগে ভালো
আমার কাছে বেশি
হঠাৎ মনে ইচ্ছে জাগে
শীত কুয়াশায় ভাসি।

প্রভাত বেলায়  চেয়ে দেখি
শিশির গাছে গাছে
এমন দেখে মনটা আমার
খুব খুশিতে নাচে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত