শীতার্তদের মাঝে ১০,৫০০ শীতবস্ত্র বিতরণ করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড

  প্রেস রিলিজ

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১৬:৪৩ |  আপডেট  : ২৮ মার্চ ২০২৪, ০৫:৩৪

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, সম্প্রতি সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইবান্ধা, দিনাজপুর এবং রংপুরে জাগো ফাউন্ডেশন এবং ফ্রেন্ডশিপ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৫,০০০ সোয়েটার বিতরণ করেছে ব্যাংকটি। এছাড়া, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন-এর (ক্যাম্পে) সাথে অংশীদারিত্বে ঢাকার বিভিন্ন বস্তির অসহায় পরিবারকে ১,১০০ কম্বল বিতরণ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। স্বল্প ও দীর্ঘমেয়াদী উভয় ক্ষেত্রেই, ব্যাংকটি দেশব্যাপি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চাহিদা পূরণে এবং বর্তমান প্রাকৃতিক সংকটে টিকে থাকতে বিকাশ ও স্থিতিস্থাপকতা নিশ্চিতে প্রয়োজনীয় সরঞ্জাম ও সংস্থান সরবরাহে সহায়তা করছে। এই শীতের তীব্রতা ও অনিশ্চিত আবহাওয়াতে সোয়েটার এবং কম্বলের সাহায্যে সুবিধাভোগীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা যাচ্ছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর কান্ট্রি হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাস চৌধুরী বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্তর্ভুক্তি নিশ্চিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বরাবরই সক্রিয়ভাবে কাজ করে আসছে। 

বিশেষ করে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে আমরা সর্বদা স্বচেষ্ট। শীতকালীন মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়ে। আর সেই বিষয়টি বিবেচনা করে আমরা জাগো ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপ এবং ক্যাম্পে’র সাথে অংশীদারিত্বের মাধ্যমে তাদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।” দীর্ঘ ১১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, সাম্প্রদায়িক বৈষম্য দূরীকরণে, এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত