শিশু দিবসে শিশুদের ব্যাতিক্রমী আনন্দ আয়োজন  

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১৯:৩১ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০১:০৯


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাগেরহাটে শিশু শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী এক আনন্দ-উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেসরকারি প্রতিষ্ঠান সপ্তর্ষি ইন্টারন্যাশনালের সহযোগীতায় ভূমি বুক ক্যাফ ও গেস্ট হাউজ দিনব্যাপী এই শিশু আনন্দ উৎসবের আয়োজন করে। এতে সদর উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

ভূমি বুক ক্যাফে এন্ড গেস্ট হাউজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। গ্রেটার ইউনিটি ফর রিয়েলিটি (গুড়)-এর সভাপতি শেখ মুশফিকুর রহমান টুকু সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোন্দকার আসিফ উদ্দিন, সপ্তর্ষি ইন্টারন্যাশনাল'র সত্ত্বাধিকারী সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে শিশুদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তণ বিষয়ক এনিমেটেড চলচিত্র, শিশু দিবস ও বঙ্গবন্ধুর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।  আলোচনা ও প্রদর্শীত চলচিত্রের উপর কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরে অতিথিরা দুই বিভাগে কুইজ বিজয়ী ১০ শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন। এছাড়া অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়। বই উপহার পেয়ে খুশি শিক্ষার্থীরা।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত