শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ জুন ২০২৪, ১৬:১৩ |  আপডেট  : ২৬ জুলাই ২০২৪, ২২:১৫

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। 
তিনি বলেন,শিশুর সুস্থ ও সুন্দরভাবে গড়ে উঠতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখে,যার মাধ্যমে শিশুর শৃংখলাবোধ,সময়ানুবর্তিতা,সহযোগিতা ও পরমত সহিষ্ণু বেড়ে ওঠে। আজ রোববার সকালে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রাথথিক শিক্ষা অধিদপ্তরের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
দেশপ্রেম ও কর্তব্যপরায়ন হয়ে ওঠার ক্ষেত্রেও খেলাধুলার বিরাট ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত