শিমুলীয়ায় উপজেলা আওয়ামীলীগের সদস্যের বাড়িতে ডাকাতি

  লিটন মাহমুদ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৩:১৪ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ২০:৫৭

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পূর্ব শিমুলীয়া ভাংগা সংলগ্ন উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আক্তার হোসেন‌  খাঁন (লাবু) এর বাড়িতে ডাকাতির ঘটনা  ঘটেছে।আজ  আনুমানিক ভোর ৩ থেকে ৪ ঘটিকার মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে।

মোঃ আক্তার হোসেন‌ খাঁন (লাবু) বলেন ৮-১০ জনের ডাকাত চক্র দেশিও অশ্রের মুখে জিম্মি করে ৪০ ভরি স্বর্ণ আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকার মত ও নগদ ৪ লক্ষ টাকা নিয়ে যায়। ডাকাত চক্রের ৬ জন আমার বিল্ডিংয়ের দোতালায় অবস্থান করছিল আর বাকিরা নিচে ছিল। আমার বাসার জিনিসপত্র এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটানোর পর ডাকাত চক্রের একজন আমাকে টাকার কথা জিজ্ঞেস করে টাকাগুলো কোথায় রেখেছেন এবং স্বর্ণ গয়না কোথায় রেখেছেন এ বলে আমাকে অশ্রদেখিয়ে আমার পরিবারের বাকি সদস্যদের হুমকি দিয়ে হাত পা বেঁধে ফেলে।আমরা রক্ষা পেলেও টাকা স্বর্ণ অলংকার রক্ষা করতে পারিনি।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আব্দুলাহ আল-তায়াবীর বলেন এখনো কোনো অভিযোগ পাইনি, কেউ গ্রেফতার ও হয়নি ,আমরা তদন্ত অব্যাহত রয়েছে।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত