শিবগঞ্জ গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে র‍্যাগ ডে পালিত

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ ( বগুড়া)  প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৯:৪৭ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪

বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়নে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে  র‍্যাগ  ডে পালিত  হয়েছে। সোমবার ( ১২ডিসেম্বর) সকাল ১১ টায় অত্র স্কুল আয়োজনে র‍্যাগ ডে  উপলক্ষে  গ্রাম বাংলার বিলুপ্ত প্রায়  লাঠি খেলা, কুচওয়াজ প্রদর্শন, একটি বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 
  
র‍্যালিটি  গুজিয়া বন্দরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের নির্বাহী পরিচালক শাহিনুর ইসলাম। এসময়  উপস্থিত ছিলেন, শিক্ষক অসীম খাঁন,মোসলেম উদ্দিন মাহিন,সরিফুল ইসলাম,আব্দুল্লাহ আল মামুন,ইমরান আলি,ফিরোজ আহম্মেদ,আবু হাসান উজ্জল,শহীদজোহা খোকন,মোস্তাক আহম্মেদ,সৃবপন কুমার,হনুফা খাতুন,মারুফা, রিমন আহম্মেদ প্রমূখ।  আলোচনা সভায়  প্রধান অতিথি বলেন শুধু ভালো রেজাল্ট'র  চেষ্টা না ভালো মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য কাজ করে যাচ্ছে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের। তিনি  শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বলেন, তোমাদের শিক্ষার পাশা- পাশি এলাকার মাদক ও বাল্যবিবাহের প্রতিরোধে তোমাদের ভূমিকা রাখতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত