শিবগঞ্জে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৩ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৪, ০০:৩০

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার  বিতরণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর)  উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা মোছাঃ ফাহিমা জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন  প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, শিক্ষক নেতা মোকছেদুর রহমান দুলু, আব্দুল মান্নান প্রমুখ।  খেলায় মেয়েদের মধ্যে  চন্ডিহারা বালিকা উচ্চ বিদ্যালয়ক কে ১-০ গোলে হারিয়ে গাংনগর বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী গৌরব অর্জন করে। অপরদিকে বালকদের মধ্যে খেলায়  মহাস্থান উচ্চ বিদ্যালয় কে ২-১ গোলে হারিয়ে গাংনাগর উচ্চ বিদ্যালয় বিজয়ী হন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত