শিবগঞ্জে ১২৬ দিনে কুরআনের হাফেজা তাবাসসুমকে সংবর্ধনা
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ১৮:৪২ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১৫:০১
বগুড়ার শিবগঞ্জে ইসলাহুল উম্মাহ মাদরাসার ১২ বছরের শিক্ষার্থী মুছাঃ তাবাসসুম ১২৬ দিনে কুরআনের হাফেজা হওয়ায় তাকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৬ ডিসেম্বর সোমবার অত্রস মাদরাসা আয়োজনে আল- হাজ্ব মোজাহার আলির সভাপতিত্বে সকাল ১০ টায় হাফেজা তাবাসসুম কে সংবর্ধনা প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথী শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ। এসময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথী অত্র মাদরাসা প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহাম্মাদ উমর ফারুক, ইউপি সদস্য আব্দুল হাকিম,বিশিষ্ট ব্যাবসায়ী সুমন,মাঃ মমোজাফফর হোসেন, আই ইউ এম পারিচালক আবু হানিফ, সাস্থ্য সহকারী মেহেদী হাসান, শামসুল আলম শেখ, অত্র মাদরাসা শিক্ষক মাঃ ওবায়দুর রহমান,মমতা বেগম,মিজানুর রহমান,মৌসুমী বেগম,শামীমা আক্তার, রেশমা ফাতুন,সোহানা খাতুন,রিতা আক্তার,জাহিদুল ইসলাম, শিউলি বেগম, শরিফুল ইসলাম,আনাস মাহমুদ,সায়িদা আফরিন,রিডু আক্তার, আতিকুর রহমান,শারমিব আক্তার প্রমূখ। পরে রাতে মাদরাসায় এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত