শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:০০ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৬

রবিবার ( ৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের রহবল দো'সীমানা নামক স্থানে  ঢাকাগামী নবীন বরণ যাত্রীবাহী এক‌টি বাসের (যার নং ঢাকা‌মে‌ট্রো-চ ১১-০৮৩৯) চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী শা‌কিল না‌মে এক সেনা সদস্য ও এক নারী ঘটনা স্থলে নিহত হন। ঘটনাস্থল থেকে গাড়িটি দূত গতিতে চলেগেলে পরে গাড়িসহ ড্রাইভারকে মাটিডালি বিমান মোড়ে হাইওয়ে পুলিশে  হ আটক করে। নিহত সেনা সদস্য পীরব কুমলিহার গ্রামের আব্দুল মজিদ এর ছেলে বলে জানাযায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত