শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে নাগরিক ঐক্য’র সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ২ মার্চ ২০২২, ১৯:২৮ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২২:৩৫
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নাগরিক ঐক্য’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২মার্চ বুধবার বিকেলে সৈয়দপুর ইউনিয়নের জগন্নাথপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর ইউনিয়ন নাগরিক ঐক্য আহ্বায়ক সলেমান আলী মন্ডলের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নাগরিক ঐক্য’র শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ বাদশা।
সৈয়দপুর ইউনিয়ন নাগরিক ঐক্য'র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নাগরিক ঐক্য’র শিবগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য সৈকত আমীন বিদ্যুৎ, আব্দুল ওয়াহাব, সাইদুর রহমান সাগর ও মো. সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শিবগঞ্জ যুব নাগরিক ঐক্য'র আহ্বায়ক অমিত হাসান।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে আব্দুল ওয়াহাবকে সভাপতি, শাহ আলম মন্ডল হেলালকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সৈয়দপুর ইউনিয়ন শাখার নাগরিক ঐক্য’র কমিটি গঠন করা হয়।
সম্মেলনে ঢাকার ভাটারায় নাগরিক ঐক্য'র অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত