শিবগঞ্জে  বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা নারীকে সম্মাননা প্রদান

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ১০:১০ |  আপডেট  : ১৫ এপ্রিল ২০২৪, ০৭:৫২

"সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া শিবগঞ্জে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে " জয়িতা অন্বেষনে বাংলাদেশ" শীর্যক কার্যক্রমের আওতায় উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।গত শুক্রবার (৯ ডিসেম্বর)  সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান  জামান। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও  পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে পাঁচটি  ক্যাটাগরিতে উপজেলার পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ জয়িতারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী উদ্যোক্তা কুমকুম নাহার,  সফল জননী সুলতানা হক, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন করে জীবিকা আয়শা সিদ্দিকা, সমাজসেবায় সালেহা হোসেন এবং শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী  কুমারী পঞ্চমী রানী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত