শিবগঞ্জে বিদ্যালয়ের আশ্রিতরা প্রশাসনের সহযোগিতায় বাড়ি ফিরলেন

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৫ জুন ২০২২, ১২:৫৮ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৪

বগুড়ার শিবগঞ্জে প্রশাসনের সহযোগিতায় আশ্রীতরা নিজ নিজ বাড়ি ফিরেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের খেউনী বিন্নাচাপড় গ্রামের ৩৬টি পরিবার কে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদের বাড়িতে ফেরানো হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হাসান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস ও ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা।

এর আগে গত ১৭ এপ্রিল ঐ গ্রামের বুলু মিয়া (৪৫) জমাজমি সংক্রান্ত জেরে সংঘর্ষে নিহত হলে ৩৭জনের নামে  মামলা হয়। ঐ মামলার ভয়ে পালিয়ে ছিলো তারা। 

দেড়মাস পর সবাই জামিন পেয়ে নিজ নিজ গ্রামে বাড়িতে ফিরে তাদের ঘড় বাড়িতে থাকার মতো পরিস্থিতি না থাকায় গত বৃহস্পতিবার থেকে ছয় দিন তারা স্থানীয় খেউনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়। 

মাঝিহট্ট ইউনিয়নের মহিলা সদস্য ও মামলার জামিনপ্রাপ্ত আসামি এলিজা বেগম বলেন, প্রতিপক্ষরা ক্ষমতার জোরে সাবেক মেম্বার বাদশাগংরা আমাদের মামলা দিয়েছে, তারা আমাদের ৩৬টি বাড়িঘড় ভাংচুর ও লুট করে নিয়ে গেছে। 

আমাদের বাড়িতে থাকার কোন পরিস্থিতি না থাকায় স্কুলে আশ্রয় নিয়েছি। নিহত বুলু মিয়ার ভাতিজা জামিরুল বলেন, আমার চাচা হত্যা মামলার আসামীরা জামিনে এসে উল্টো আমাদের হুমকি দিচ্ছে। তারা আমাদের নামে মিথ্যা মামলাও করেছে। 

আমরা কোন ভাবেও লুটপাতের সাথে যুক্ত না। তৃতীয় পক্ষ এমনটি করতে পারে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা উম্মে কুলসুম সম্পা বলেন, মামলা আদালতের বিষয়। আমরা ক্ষতিগ্রস্থ পরিবারকে মানবিক দিক বিবেচনা করে তাদের রাড়িতে ফিরিয়ে এনেছি। তাদের পূর্নবাসনের জন্য সকল ধরণের সহযোগিতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত