শিবগঞ্জে বাঁশঝাড় থেকে অজ্ঞাতনামা কিশোরের লাশ উদ্ধার 

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ১৫:৩৫ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৪:৫৪

বগুড়া শিবগঞ্জে গলাকাটা এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ১৩-১৫ বছর হবে বলে ধারনা করা হচ্ছে। ২৬ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের  নিশ্চিন্তপুর দক্ষিণপাড়া গ্রামের বাঁশ ঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরনে জিন্সের প্যান্ট, গায়ে ফুলহাতা শার্ট,পায়ে জুতা ও হাতে ঘড়ি ছিল। 

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় দুপুর ১টার দিকে শিশুরা খেলাধুলা করার সময় বাঁশ ঝাড়ে লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। পরে এলাকাবাসী  এসে লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ওসি মুনজুরুল আলম জানান, প্রাথমিক ভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশের পাশথেকে একটি ফোন ও চাকু উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত