শিবগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

  রশিদুর রহমান রানা

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪১ |  আপডেট  : ১৯ মে ২০২৪, ১২:২৪

'স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ' স্লোগান নিয়ে বগুড়া শিবগঞ্জে  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী  মেলা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৫ ফ্রেব্রুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ কার্যলয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩৭ বগুড়া ২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা ভাইচ চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন  ডাঃ মোঃ মোনতাসির মামুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ  ববি রানী সাহা, ডাঃ মোহাম্মদ মাহমুদুল হাসান সাগর প্রমূখ। প্রদর্শনীতে ২৪টি স্টল বসানো হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত